সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালযের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর আলীর সভাপতিত্বে ও লিটন চন্দ্র দে, মো. আমিন শাহ ও পলাশ চন্দ্র ধর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফুল মিয়া, সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, আদিত্য চন্দ্র দেব, রিপন চন্দ্র দত্ত, মো. আব্দুল মুমিন, মো. শাহাবুদ্দিন আহমদ, তপন গোস্বামী, পারভীন আক্তার, আবু বক্কর সিদ্দিকী, শফিকুর রহমান, সৈয়দ ইমরান আলী, ইমরান কবির, কালিদাস সরকার, মাধবী পাল, সহিদুল ইসলাম, সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, সঞ্জয় কুমার দেব, গোলাম রাব্বানী, দুর্জয় দেব, সুকুরাম রবিদাস, জাহিদুল ইসলাম, সুজন দেব, নিবলু দত্ত প্রমুখ।
বিদ্যালয় সাবেক ও বর্তমান মিলে ২৫ জন শিক্ষককে ক্রেস্ট প্রদানসহ নানা ধরনের উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।