রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সিলেট বধির সংঘের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর স্টেশন রোডস্থ বধির সংঘের কার্যালয়ে সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় আগামী ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সমিতির কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা সমাজসেবার কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
সভায় সিলেট বধির সংঘের সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব, কার্যকরী সদস্য সাউদ উদ্দিন খান, ফরহাদ আহমদ, শরিফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।