1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গণে গ্যাস লাইন বিষ্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ভবন প্রাঙ্গণে সোমবার দুপুরে গ্যাস লাইনে ভয়াবহ বিষ্ফোরণ ঘটেছে। দমকল বাহিনীর দীর্ঘ চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবনটি রক্ষা পেলেও এর আগে দাউ দাউ আগুনে পুড়ে গেছে ভিআইপি মোবাইল টয়লেট, টয়লেট পিট, ওয়াটার ট্যাংক-সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল।

এদিকে আগুনের ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. আব্দুস সালাম চৌধুরী। অগ্নিকান্ডের কারণ উদ্ঘাটনের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবনের দক্ষিণ দিকের স্যানিটারী শেডের পাশ দিয়ে চলমান গ্যাস লাইনে বিষ্ফোরণ ঘটে। মুহুর্তে ভয়াবহ আগুন ২০/৩০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। আগুনের উত্তাপ ও কালো ধোঁয়ায় উপজেলা চত্তর ও আশপাশ এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারি ও উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা লোকজন এবং পথচারিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাত ঘটনাস্থলে ছুটে যান ইউএনও তাহমিনা আক্তার ও থানার ওসি মো. আব্দুল কাইয়ুম। তাদের দিক নির্দেশনায় দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই স্যানিটারি শেড ও প্রাঙ্গণে মজুত রাখা বিভিন্ন প্রকল্পের ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবন রক্ষা পায়।

উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন জানান, ঘটনার সময় তিনি ও উপজেলার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা তারুণ্যের উৎসবের একটি বির্তক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালনরত ছিলেন। হঠাৎ আগুন দেখে কর্মচারিরা খবর দেন। প্রাথমিকভাবে গ্যাস লাইনের বিষ্ফোরন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তার কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনা তদন্তে ইউএনও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..