সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি/২০২৪-২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৩ জানুয়ারি) সোমবার এম,সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত কাবাডি প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বালকদের ৪টি কাবাডি দল অংশ গ্রহণ করে। কাবাডি প্রতিযোগিতার ফাইনালে মৌলভীবাজার সদও উপজেলার উত্তর মুলাইম মল্লিক সরাই ফাজিল মাদ্রাসা কাবাডিদল ৪৪-২১ পয়েন্টের ব্যাবধানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কাবাডি প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলার জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।