সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : লোকমেডিভ ইঞ্জিন বিকল হওয়ার কারণে সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশনে ৫ ঘন্টা আটকা রয়েছে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) ট্রেন। ফলে বিকেল ৩টা থেকে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমসেরনগর রেলওয়ে স্টেশন পৌঁছার পর লোকমেটিভ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর আখাউড়া থেকে রিলিফ লোকোমেটিভ ইঞ্জিন রওনা দেয়। রিলিফ ইঞ্জিন আসার পর ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।