রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : নিজেদের ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি। ভিডিওর একদম শেষে গিয়ে আর্লিং হালান্ড যা বললেন, তা সিটির ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের; কিন্তু প্রতিপক্ষ দলগুলোর, বিশেষ করে ডিফেন্ডারদের জন্য যন্ত্রণা বাড়ানোর। নতুন চুক্তিপত্রে সই করেই হাল্যান্ড বললেন, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি।’ হ্যাঁ, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি ২০৩৪ সালের জুন পর্যন্ত থাকছেন।
২০২২ সালের জুলাইয়ে ৬ কোটি ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হালান্ড। ম্যানসিটির জার্সিতে শুরু থেকেই উজ্জ্বল হালান্ড যেন হয়ে ওঠেন গোল মেশিন! সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন, শিরোপা জিতেছেন পাঁচটি। ২০২২-২৩ মৌসুমে দলকে ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ) জেতাতেও বড় অবদান রেখেছেন। বর্তমানে হালান্ডের বাজারমূল্য ২০ কোটি ইউরো। সিটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। আরও সাড়ে ৯ বছর ইতিহাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির তালিকায় এখন হাল্যান্ডের নাম সবার ওপর। চুক্তির মেয়াদ ফুরোনোর সময় তার বয়স হবে ৩৪ বছর।
এত দিন যৌথভাবে সবচেয়ে বেশি সময় চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলেন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার ও স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। দুজনের সঙ্গেই ২০৩৩ সালের জুন পর্যন্ত চুক্তি আছে চেলসির। চুক্তি নবায়ন করে হালান্ড আরও বলেছেন, ‘এখন আমি নিজেকে আরও বিকশিত করতে চাই, আরও ভালো করার জন্য কাজ চালিয়ে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে চাই।’
এ্যানসিটির বিদায়ী ফুটবল পরিচালক তিকি বেগিরিস্তাইন বলেছেন, ‘হ্যল্যান্ড চুক্তি নবায়ন করায় ক্লাবের সবাই আনন্দিত। এটা তার প্রতি আমাদের প্রতিশ্রুতির জানান দেয় এবং এই ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ দেয়।’