1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

৭ ম্যাচে ৭৫২ গড়ে ৭৫২ রান!

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ভারতীয় ক্রিকেটে রীতিমতো আলোড়ন তুলে ফেলেছেন করুণ নায়ার। প্রায় অখ্যাত এই ক্রিকেটার অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড বই তছনছ করে ফেলেছেন।
তাকে নিয়ে পোস্ট দিতে বাধ্য হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। নায়ারের কীর্তিটি বিজয় হাজারে ট্রফির। বিদর্ভের হয়ে ৭ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৭৫২। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি, আছে একটি ফিফটিও। একটি ম্যাচে অপরাজিত ছিলেন ৪৪ রানে। স্ট্রাইক রেট প্রায় ১২৬।
বিজয় হাজারে ট্রফিতেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন নায়ার। ৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে চার সেঞ্চুরিতে ৫৪২ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে আউট না হয়ে এর আগে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। ২০১০ সালে তিনি ৫২৭ রান করেছিলেন।
গত ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ১১২ রানের অপরাজিত ইনিংস দিয়ে শুরু হয় নায়ারের অবিশ্বাস্য যাত্রা। পরের ম্যাচে ছত্রিশগড়ের বিপক্ষে মাত্র ৮১ রানের লক্ষ্য ছিল, তিনি পরাজিত থাকেন ৪৪ রানে। এরপর চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেন নায়ার। আর গত ৩১ ডিসেম্বর খেলেন ১১১ রানের ইনিংস।
নতুন বছরেও হাসছে নায়ারের ব্যাট। গত ৩ জানুয়ারি উত্তর প্রদেশের বিপক্ষে ১১২ রান করেন তিনি। আসরে এখন পর্যন্ত ওই একবারই আউট হয়েছেন তিনি। এরপর গত ১২ জানুয়ারি রাজস্থানের বিপক্ষে খেলেন অপরাজিত ১২২ রানের ইনিংস। আর সর্বশেষ গত পরশু মহারাষ্ট্রের বিপক্ষে সেমিফাইনালে অপরাজিত থাকেন ৮৮ রানে। তার দলও ফাইনালে উঠে গেছে। আজ দুপুরে কর্ণাটকের বিপক্ষে হবে ফাইনাল।
৩৩ বছর বয়সী নায়ারের পারফরম্যান্সে মুগ্ধ শচীন তেন্ডুলকার এক্সে লিখেছেন, ‘৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৭৫২ রান; অসাধারণ কিছুর চেয়ে কম নয়। এমন পারফরম্যান্স এমনি এমনি হয় না, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। শক্তিশালী ভাবে এগিয়ে প্রতিটি সুযোগ কাজে লাগাও। ‘

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..