1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

তাবলীগ জামায়াতের দুই পক্ষের বৈষম্য নিরসনে মৌলভীবাজারে ছাত্র সমাজের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পঠিত

মনিরুজ্জামান মনির: তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে চলমান সংকট নিরসনের দাবিতে মৌলভীবাজারে ‘সচেতন ছাত্রসমাজের’ সংবাদ সম্মেলন।
আজ সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনটি প্রস্তাব তুলে ধরা হয়। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।


মৌলভীবাজার সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসমাজের পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাওলানা সাদ অনুসারী ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে চলা বিরোধ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ছাত্র সমাজের পক্ষে নাহিদ আহমেদ। ‘তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদে সৃষ্ট পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তাবলীগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে একপক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজ দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরে এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই।
শিক্ষার্থীদের প্রস্তাবের মধ্যে আছে- উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে যার যার কার্যক্রম (অর্থাৎ জোড়, ইজতেমা ও অন্যান্য আমল) পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করা; উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত; দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য ও কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮থেকে ২০২৪সাল পর্যন্ত ঘটে যাওয়া সব অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
ছাত্র সমাজের শিক্ষার্থীরা জানান, ২০জানুয়ারির মধ্যে প্রস্তাবগুলোর আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না হলে ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি’ আরও জোরালোভাবে পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী জুয়েল আহমদ, জুবায়েল ইসলাম তারেক, মোঃ আলী আহমদ চৌধুরী, তাওফিক আহমদ ইলিয়াস ও মোঃ আব্দুস সামাদ প্রমুখ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..