1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে হিপ-হপ জনপদ: দ্যা ব্রঙ্কস ও অন্যান্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 সালেহ আহমদ (স’লিপক) : সিলেটে ‘হিপ-হপ জনপদ: দ্যা ব্রঙ্কস ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কবি সোনিয়া কাদির এর পরিশীলিত চিন্তাধারা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখছে এবং আগামীতেও রাখবে। সোনিয়া কাদির তাঁর লেখার মাধ্যমে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ইতিহাস-ঐতিহ্য-মূল্যবোধ-সংস্কৃতি তাঁর ব্যক্তিসত্তায় মিশ্রিত। তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী জীবনে যা কিছু অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন, তারই রূপায়ন করেছেন তাঁর গ্রন্থে। মা, মাটি ও মানুষকে তিনি পরম মূল্যায়নে জড়িয়ে রেখেছেন। তাঁর উদার নৈতিক ও পরিশীলিত চিন্তাধারা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বুনন প্রকাশন এর উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, গল্পকার ও প্রাবন্ধিক সোনিয়া কাদির রচিত ‘হিপ-হপ জনপদ: দ্যা ব্রঙ্কস ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও লেখক ইশতিয়াক আহমদ চৌধুরী রুপু, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট সমাজসেবী ফখরু চৌধুরী ফকু, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি হাবিব ফয়েজি এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুনন প্রকাশন এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও অধ্যাপক খালেদ-উদ-দীন।

কবি আয়েশা মুন্নির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জার্মান প্রবাসী কবি সাকি চৌধুরী, কবি ও গল্পকার শামসুল কিবরিয়া, কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান, পিএইচডি গবেষক মুনশী আলিম, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, ব্যাংকার ও ছড়াকার শাহাদাত বখত শাহেদ, সিনিয়র সাংবাদিক হাজী মো. আহমদ আলী, কবি ও গল্পকার আনোয়ার হোসেন মিসবাহ, ব্যাংকার নাজমুল হক চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী।

অনুষ্ঠানের অতিথিবৃন্দরা কবি সোনিয়া কাদির এর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এসময় অন্যান্যের মধ্যে ছড়াকার অজিত রায় ভজন, কবি এখলাসুর রহমান, গল্পকার তাসলিমা খানম বীথি, ইমামুল হোসেন রানা, কামাল আহমদ, মিজানুর রহমান, সুয়েজ হোসেন, আলিম উদ্দিন আলম, শিপারা শিপা, জুঁই ইসলাম, মাহফুজ জোহা, নিরঞ্জন চন্দ্র চন্দ, আলী হোসেন, কবি রিপন মিয়া, বীরেন পাল, লাহিন নাহিয়ান, আব্দুল বাছিত, কাওসার আরা বেগম, জেসির আরাফাত, তাহমিনা ফেরদৌস চৌধুরী পপি, জুয়েল আহমদ, আকলিমা খানম আমিনা, সুয়েজ হোসেন, ইমামুল ইসলাম রানা, কুবাদ বখত চৌধুরী রানা, আল আমিন, সুফি আকবর, মজনু মুহিবুর রহমান, সোলেমান রাসেল প্রমুখ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুভূতিজ্ঞাপন করে ‘হিপ-হপ জনপদ: দ্যা ব্রঙ্কস ও অন্যান্য’ গ্রন্থের লেখক সোনিয়া কাদির বলেন, সৃষ্টিশীলতার গুণ যার মধ্যে আছে, তার পক্ষে সাহিত্যচর্চা থেকে দূরে থাকা খুবই কঠিন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্য নিয়েই আমার সাহিত্যের পথযাত্রা। ‘শত ফুল ফুটতে দাও’ স্লোগানকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে এসে যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সভাপতির বক্তব্যে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, সোনিয়া কাদির একজন নিবেদিতপ্রাণ লেখক। প্রবাসে থেকেও যেভাবে তিনি নিরলসভাবে সাহিত্যচর্চা করছেন, তা সত্যিই প্রশংসনীয় ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, মনীষা মূল্যায়নে তিনি যে দক্ষতার স্বাক্ষর রেখেছেন, তা সবাইকে অনুপ্রাণিত করবে। তাঁর সাহিত্যের পথচলা আরো সুদূরপ্রসারী হোক এই কামনা করি।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..