1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দেশের ৩০টি কেন্দ্রে ‘ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড’ এর ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখবাড়ি জামিয়ায় অবস্থিত ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে অনুষ্ঠিত হয়েছে। ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক
মুফতি তোফায়েল খান রাহমানী জানান, শনিবার দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩,০০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষায় ১৬০ জন পরীক্ষক এবং প্রতিটি মারকাযে একজন করে জিম্মাদার দায়িত্ব পালন করেন। বর্তমানে বোর্ডের অধীনে ৪০০টি ইলহাকভুক্ত মক্তবে প্রায় ১৫,০০০ ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়নরত। বোর্ডের মহাপরিচালক মাওলানা সা’দ আমিন বর্ণভী বলেন, বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা দেশব্যাপী মক্তব শিক্ষাকে জোরদার করার উদ্যোগ নিয়েছি। কারণ দেশের বিভিন্ন জেলায় এখনও মক্তব শিক্ষা অবহেলিত। ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ মক্তব-শিক্ষার পুনর্জাগরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ বোর্ডের আওতাভুক্ত মক্তবগুলোতে শিশুরা কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষায় প্রশিক্ষিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক মানসিকতা গড়ে উঠছে। শুধু পরীক্ষা নয়, মক্তব শিক্ষার মানোন্নয়নে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বোর্ডের লক্ষ্য, ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতিতে সহায়তা করা।
আমাদের বিশ্বাস, এ উদ্যোগ ইসলামী শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..