1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীর ছুরিকাঘাতে ইপি যুবদল নেতা নোমান খুন: খুনিরা পলাতক

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রসংগঠনের দুই কর্মীর ছুরিকাঘাতে সুজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদ (৩৫) খুন হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সুজানগরের বাড্ডাবাজারে ঘটনাটি ঘটেছে। নিহত নোমান আহমদ উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রোববার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতকারি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মারজান আহমদ দশঘরি গ্রামের আওয়ামী লীগ নেতা সবির মিয়ার ছেলে ও রেহান আহমদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহিদের ছেলে। ঘটনার পরই তারা আত্মগোপন করেছে।

সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি মেমআবর আব্দুস শহীদ এই হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সাড়ে সাতটা/আটটার দিকে যুবদল নেতা নোমান আহমদ বাড্ডাবাজারে পান খেকে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। এসময় হঠাৎ দুই যুবক নোমানের বুকে ছুরিকাঘাত করে দ্রæত পালিয়ে যায়। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতকারিদের পরিচয় পাওয়া গেছে। তবে, তারা কী কারণে নোমানকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহŸায়ক মকবুল হোসেন সেবুল বলেন, সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মারজান আহমদ গংরা। তিনি খুনিদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লেনদেন সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে অভিযুক্তরা নোমানকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠিয়েছে। দাফন শেষে স্বজনরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। হত্যাকারিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..