1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দুদকের মামলায় স্ত্রীর সঙ্গে ফাঁসলেন কবির বিন আনোয়ার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্ত্রী তৌফিকা আহমেদের সঙ্গে ফাঁসলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

সোমবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
দুদকের উপ-সহকারী পরিচালক খাইরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, প্রথম আসামি তৌফিকা আহমেদ ও তার স্বামী কবির বিন আনোয়ার একে অপরের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চার কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জন করেছেন।

তাদের মোট ছয়টি ব্যাংক হিসাবে সাত কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৩৭ টাকা এবং ২২ হাজার ২৮০ ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মাধ্যমে তারা অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরে করেছেন।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা; মানিলন্ডারিং, প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের নামে মামলা করেছে দুদক।

তদন্তকালে আরও কোনো জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া গেলে তা আইনামলে আনা হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..