সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :লজ্জাবতী বানর সংরক্ষণে পাহাড়ি জনগোষ্ঠির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইকোপার্ক এলাকার মাধবপুঞ্জি প্রাইমারি স্কুলে বুধবার দিনব্যাপি তথ্যচিত্র প্রদর্শণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাণ প্রকৃতি গবেষক সংস্থা ‘ইসাবেলা ফাউন্ডেশন’। অনুষ্ঠানে পাহাড়ি জনগোষ্ঠির শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
বন্যপ্রাণির আবাসস্থল ও বিচরণ নিরাপদ রাখার ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। মোহাম্মদ জায়েদ স্পেসিস কনসারভেশন ফান্ডের অর্থায়নে সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রাণ-প্রকৃতি গবেষণায় সহযোগিতা করেছে পরিবেশ ও বনমন্ত্রণালয়ের সুফল প্রকল্প।
ইসাবেলা ফাউন্ডেশনের প্রধান গবেষক মো. সাবিত হাসানের সভাপতিত্বে ও ইসাবেলা ফাউন্ডেশনের উদ্ভিদ বিজ্ঞানী খালিদ মুশ্বানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকল প্রজাতির বন্যপ্রাণিদের বাঁচিয়ে রাখতে হবে। তাদের আবাসস্থল ধংস রোধ করতে হবে।
সচেতনতামুলক সভায় প্রধান আলোচক ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুন নাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসাবেলা ফাউন্ডেশনের নৃ-বিজ্ঞানী মোহাম্মদ আব্দুর রহিম, ইসাবেলা ফাউন্ডেশনের সহকারী গবেষক তানিয়া আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বনবিভাগের মাধবকুন্ড বিটের কর্মকর্তা সোহেল রানা, মাধবকুন্ড খাসিয়া পুঞ্জির হেডমেন (মন্ত্রী) ওয়ানবর লন্ডগিরি, ইসাবেলা ফাউন্ডেশনের প্রধান মিডিয়া ও আউট রিচ কর্মকর্তা মো. মোফাকখারুল ইসলাম প্রমুখ।