1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নায়িকা নিয়ে পালাচ্ছিল রাইড শেয়ারিংয়ের গাড়ি, তারপর যা ঘটলো

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত

বিনোদন ডেস্ক :: গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। রাইড শেয়ারিংয়ের গাড়িতে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার সময় এ ভয়াবহ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ঘটে যাওয়া ঘটনাটি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নায়িকা নিজেই জানান।

নিঝুম রুবিনা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার ঘটনাটি নিয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭।

নিঝুম রুবিনা তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্স জিও ঢাকা মেট্রো গ ৪৫২৯৭৮ একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার-চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলে গাড়ি থামাননি সেই চালক।

এ প্রসঙ্গে নিঝুম রুবিনা ফেসবুকে লেখেন, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইডিং শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে বলেন, “আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। ” মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, “আমাকে এখানেই নামিয়ে দেন। ” তখন সে আমাকে বলল, “চুপ থাক। কোনো কথা বলবি না। ” তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই। ’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না?…আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম, তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?

সর্বশেষ নিঝুম রুবিনাকে ‘লিপস্টিক’ নামের সিনেমায় দেখা গেছে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..