সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। আর প্রতিযোগিতার ইতিহাসে সর্বশেষ কোনো দল ৬-০ গোলে হেরেছিল ২০১৩ সালে। বলিভিয়ার জালে ৬ গোল করেছিল কলম্বিয়া।
অন্যদিকে জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৬ মিনিটে নিউয়েলসের তরুণ তারকা ভ্যালেন্টিনো আকুনার পাস থেকে ইয়ান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে দেন। চার মিনিট পর ক্লদিও এচেভেরি চমৎকার এক ক্রস শট নিয়ে ব্যবধান বাড়ান। এরপর তার আরেকটি ক্রস ইগর সেরোতে আত্মঘাতী গোলে পরিণত হলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আবারো গোল উৎসবে মেতে ওঠে। ৫১ মিনিটে আগুস্তিন রুবের্তো ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করে দলের চতুর্থ গোলটি করেন। মাত্র কয়েক সেকেন্ড পর এচেভেরি দারুণ এক শটে পঞ্চম গোল করেন। ম্যাচের ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগো হেডে ষষ্ঠ গোলটি করে স্কোরলাইনে পূর্ণতা আনেন।
ব্রাজিল দলে ছিলেন ডেভিড ওয়াশিংটন, ওয়েসলি, গ্যাব্রিয়েল মোসকার্ডোর মতো তারকা খেলোয়াড়। তবে দলীয় খেলা কিংবা ব্যক্তিগত নৈপুণ্যে তারা নিজেদের মেলে ধরতে পারেনি। আর্জেন্টিনার রক্ষণভাগ ও মিডফিল্ডের অসাধারণ সমন্বয়ে তাদের আক্রমণ ব্যর্থ হয় বারবার।
এই টুর্নামেন্টে আর্জেন্টিনা এসেছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। দুই গ্রুপে দশটি দলের মধ্যে সেরা তিনটি করে দল যাবে ফাইনাল হেক্সাগোনালে, যেখানে শীর্ষ চার দল বিশ্বকাপের টিকিট পাবে।
চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-২ ও ৩-০ ব্যবধানে জয় নিয়ে তারা ভেনেজুয়েলায় আসে। যদিও ২০২৪ সালের লা আলকুদিয়া টুর্নামেন্টের ফাইনালে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায়।
আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর দলটি এখন আত্মবিশ্বাসে ভরপুর।