1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলের সিন্দুরখানে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৫৭ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন বাজারের হুগলিয়া রোডের ব্রীজ সংলগ্ন আজ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায় টমটমের সাথে একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম আহমদ আলী(২৮)। নিহত আহমদ আলী উপজেলার লামুয়া গ্রামের বাসিন্দা রফিক মিয়ার ছেলে। তিনি গতকাল ২২ জুলাই তার শ্বশুর বাড়িতে আসেন। তার শ্বশুর বাড়ি উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দক্ষিণটুক গ্রামে বলে জানা গেছে। নিহত ব্যক্তির শ্বশুরের মো. মোবারক মিয়া(৫০) তার স্ত্রী মোছা: মাহমুদা আক্তার(২২)। তার একটি নয় মাসের ছোট্ট শিশু রয়েছে। এতে সঙ্গে থাকা আরো তিনজন যাত্রী গুরুতর আহত হন।

নিহতের শ্বাশুরী জানান, ২৩ জুলাই শুক্রবার দুপুর ১২:০০ ঘটিকায় আমাদের বাড়ি থেকে মিষ্টি আনার উদ্দেশ্যে সিন্দুরখাঁন বাজারে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই সিন্দুরখাঁন বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে ডাক্তার আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল আরোহী কে বা কারা ছিলো তা কেউ বলতে পারিনি। টমটম ড্রাইভার মধু মিয়া বলেন মোটরসাইকেল আরোহী সাথে সাথে পালিয়ে যায়।

এ দূর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..