1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘বাগান বিলাস’-এ জয়া, দেখা যাবে কবে?

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি জানিয়েছিলেন এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করার কথা। এবার জানালেন, ‘বাগান বিলাস’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মচির মুক্তির খবর।
সামাজিকমাধ্যম ফেসবুকে জয়া আহসান জানান, সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। তবে কোন প্ল্যাটফর্মে এটি আসবে, জানা যায়নি।
ফেসবুকে পোস্টারের সঙ্গে ৩০ সেকেন্ডের টিজারও শেয়ার করেছেন জয়া। জানা গেছে, এটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত।

এর আগে সিনেমাটি নিয়ে জয়া বলেছিলেন, আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক।
নির্মাতা জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন। তিনি বলেন, সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।
সম্প্রতি জয়াকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’-তে। এই সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’য় ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছিলেন তিনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..