1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চীনে ভারি বর্ষণে আর্থিক ক্ষতির পরিমাণ ২.১ বিলিয়ন ডলার

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: চীনের হেনান প্রদেশ প্রায় পুরোপুরি পানিবন্দি হয়ে পড়েছে। প্রদেশের রাজধানী ঝেংঝাউ পানির নিচে ডুবে আছে। প্রদেশের বাসিন্দাদের সাহার্যার্থে আশেপাশের প্রদেশগুলোর প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। ৯ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ জায়গায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, হেনান প্রদেশের ভারি বর্ষণে আর্থিক ক্ষতির পরিমাণ ২.১ বিলিয়ন ডলার। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৭৫ লাখ মানুষ। বন্যায় ৫ লাখ ৭৬ হাজার একর জমির শস্য নষ্ট হয়েছে। ৩ হাজার ৮০০ ঘরবাড়ি ধসে পড়েছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হেনান প্রদেশে ১ হাজার বছরের মধ্যে এখানে এমন বৃষ্টি দেখা যায়নি। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে একনাগাড়েই বৃষ্টি হয়েছে ঝেংঝাউয়ে। কেবল এখানেই বৃষ্টি হয়েছে ৬১৭.১ মিলিমিটার। যেখানে বছরে ৬৪০.৮ মিলিমিটার বৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই রাতারাতি এমন বিপর্যয়ে নাজেহাল সাধারণ মানুষ।

চীনে বন্যার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে সাবওয়ের মধ্যে থাকা একটি ট্রেনের মধ্যে পানি ঢুকে পড়েছে। যাত্রীদের প্রায় কোমর পর্যন্ত ডুবে রয়েছে পানিতে। পরে ছাদ কেটে ওই যাত্রীদের উদ্ধার করা হয়। এ ছাড়া বৃষ্টির ধাক্কায় ওই প্রদেশের একটি বড় হাসপাতাল, যেখানে ৭ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন থাকতে পারেন সেটিও পানিবন্দি হয়ে পড়েছে। সেখান থেকে গুরুতর অসুস্থদের অন্যত্র সরানোর কাজ চলছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..