শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নব-গঠিত উপজেলা ও পৌর শাখা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে শহরের কলেজ রোডে রোটারি ক্লাবের হল রুমে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুল মুকিত, বকশি মিছবাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান প্রমুখ। এছাড়াও সভায় বিএনপির বিভিন্নস্তরের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন নির্দিষ্ট সময় সীমার মধ্যে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বের করে আনবেন। বিগত দিনে ফ্যাসিষ্ট হাসিনার শাসনামলে যারা নির্যাতন ও মামলার শিকার হয়েছেন কমিটিতে তাদের অগ্রাধীকার দেয়া হবে ও যারা আওয়ামীলীগের দোসর হয়ে কাজ করেছেন তাদের কমিটিতে স্থান দেয়া হবে না বলে জানান।