1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪২, মৃত্যু বেড়ে ৬০৭

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৩৮ বার পঠিত

সিলেট প্রতিনিধি :: সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৮৬ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারের ৫০ জন।

একই সময়ে ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে সিলেট বিভাগে আরও ২৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২৭, সুনমাগঞ্জে ৪৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৬০৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৯০১, হবিগঞ্জে ৪ হাজার ১৮ এবং মৌলভীবাজারে ৪ হাজার ৬৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৩৪ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ২০৫ জন, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারের ২১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৩১৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬২ জন এবং মৌলভীবাজারের ৩ হাজার ২৫৮ জন সুস্থ হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ৩৯৪ জন। এরমধ্যে সিলেটে ২৭১, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ৩১ জন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..