শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শহর থেকে গ্রাম, সর্বত্র দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের জন্য ঝুঁকি বেড়েছে। শ্রীমঙ্গলের চা বাগানগুলোর মোহনীয় দৃশ্য উপভোগ্য হলেও শ্রমিকদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। কুয়াশার কারণে কৃষকরাও গবাদি পশু নিয়ে সমস্যায় পড়ছেন, আর স্থানীয়রা শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে শীতের প্রকোপ আরও বাড়তে পারে, বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘন থাকবে। তবে প্রকৃতির এই শীতস্নাত রূপে মুগ্ধ হচ্ছেন অনেকেই, বিশেষ করে প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফাররা, তবে সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।