রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি: মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতীয় জীবনে এক অনুপ্রেরণার প্রতীক প্রথম পরিচয়। এই পরিচয়কে লালন করে প্রতি বছরের ন্যায় এ বছরও স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় নানা আয়োজনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শুক্রবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল ব্যস্ত ও ভাবগম্ভীর পরিবেশে পূর্ণ। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অতঃপর বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব প্রাণবন্ধু বিশ্বাস কর্তৃক জাতীয় পতাকা ও কো-অর্ডিনেটর মিস শর্মিলী রায় কর্তৃক কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা। অতঃপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশ নেয়। হাতে ফুল ও ব্যানার নিয়ে বিদ্যালয় চত্বরে শহীদ মিনারের দিকে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ” গানটি গেয়ে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অতঃপর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে লেখা দেয়ালিকা ” বিশ্বজুড়ে বাংলা” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়।
ভাষা আন্দোলনকে উপজীব্য করে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা শহীদ মিনার, একুশের চেতনা ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে চিত্রাঙ্গন অঙ্গন করেন।