1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মেসি-রোনালদোকে ছাড়াই বার্সেলোনা ও য়্যুভেন্তাসের জয়

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৬৫০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে নিজেদের প্রস্তুতি সারছে ইউরোপের ক্লাবগুলো। রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও য়্যুভেন্তাস, তবে হেরেছে ম্যানইউ। জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয় বার্সার। একই ব্যবধানে সেসেনার সাথে জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা।

চিন্তার ভাঁজ পড়েছে বার্সেলোনা সমর্থকদের মধ্যে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, কিছু জটিলতার কারণে মেসির চুক্তি নবায়নের জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বার্সাকে। এখন মেসি কি করবে তা নিয়েই জল্পনা-কল্পনা। তবে থেমে নেই প্রস্তুতি। মেসিকে ছাড়াই মাঠে নেমে পরেছে বার্সা শিবির।

জিরোনার বিপক্ষে শুরু থেকেই অ্যাটাকিং খেলতে থাকা বার্সা পেনাল্টি পেয়ে যায় ম্যাচের ২১ মিনিটেই। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক পিকে।

এর ৩ মিনিট পর লিড ডাবল করেন রে মানাজ। হাফ টাইমের ঠিক আগে ১ গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জিরোনা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে আবার পেনাল্টি পায় রোনাল্ড কোম্যানের দল। এবার স্কোরশিটে নতুন রিক্রুট ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। সহজ জয়ে ভালোভাবেই প্রস্তুতি সারে স্প্যানিশ জায়ান্টরা।৩১ জুলাই জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে মাঠে নামবে সার্জি রবার্তোরা।

এদিকে, বার্সা যেমন মেসিকে নিয়ে বিপাকে ঠিক তেমনি য়্যুভেন্তাসে রোনালদোর ভবিষ্যতও রয়েছে অন্ধকারে। এ মৌসুমে দলে থাকা নিয়ে আছে সংশয়। তারাও ইতালির তৃতীয় সারির দল সেসেনার বিপক্ষে মাঠে নেমেছিলো সিআর সেভেনকে ছাড়াই।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যায় য়্যুভেন্তাস। জোরালো শটে বল জালে জড়ান কনি উইন্টার। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ম্যাককেনির গোলে লিড পায় তুরিনের ওল্ড লেডিরা।

২ মিনিট পরেই ক্রিশ্চিয়ান পেন্ডির গোলে ব্যবধান কমায় সেসেনা। তবে হাফ টাইমের পর মালভানোর গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো এলেগ্রির দল। হুয়ান গ্যাম্পার ট্রফির জন্য ৮ আগস্ট বার্সার বিপক্ষে লড়বে রোনালদোরা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..