বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর গ্রামে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুর রহমান (১৪) এক কিশোরকে রশি দিয়ে গাছের সহিত বেঁধে প্রকাশ্যে নির্যাতনকারীরা অমানবিক ভাবে নির্যাতনের তীব্র নিন্দা-প্রতিবাবে মানববন্ধন করেছে স্থাসীয় এলাকাবাসী।
আজ বিকেলে এসময় মৌলভীবাজার-সিলেট সড়কের কনকপুর এলাকাবাসী মানববন্ধন করেছে। মানব বন্ধন অনুষ্টানে ছিলেন এলাকার শতাধিক নারী/পুরুষসহ কিশোর/কিশোলীরা।
জানা গেছে,গত ২৩জুলাই বিকালে কনকপুর পয়েন্ট থেকে জুয়েল খাঁনগংরা কিশোর মুজিবুর রহমান জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে রুবেল মিয়ার বসতবাড়ীর উঠানে গাছের সহিত রশি দিয়ে বেঁধে রাখে এবং উলেখিত ব্যক্তিগণসহ জনতাবন্ধ ভাবে মিলিত হয়ে কাঠের বর্গা ও জিআই পাইপ দিয়ে প্রাণে হত্রার উদ্দেশ্য নির্যাতন চালায়। এ ঘটনায় নুরেমান মিয়া বাদী হয়ে একই এলাকার জুয়েল খাঁন (৪০),বদরুল ইসলাম (৩৮),জাবেদ মিয়া (৩০),রুবেল মিয়া (৩০)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ২০/১৮৭,তারিখ ঃ ২৪/০৭/২০২১ইং) দায়ের করেছেন।
মৌলভীবাজার মডেল থানায় অভিযোগের পর মামলার ২জন আসামীকে আটক করেছে। বাকিদের ধরতে পুলিশ কাজ করছে বলে পুলিশ সুত্রে জানা গছে।
মানববন্ধন অনুষ্টানে স্থানীয়রা বলেন,মোবাইল চুরির অভিযোগ মিথ্যা ও অহেতুক অপবাদ দিয়ে এভাবে একটা কিশোর মুজিবুর রহমানকে গাছের সহিত বেঁধে অমানবিক ভাবে নির্যাতনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধনে সমবেত হতে হয়েছে। আমরা কনকপুর এলাকাবাসী অভিলম্বে অভিযুক্ত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাই।