1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেটের শাহপরাণ এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, খাদিমপাড়া দাসপাড়া ৪নং রোডের মো:. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) ও দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারে আগ মুহুর্তে শাহপরাণ এলাকার ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরো ৩ গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ আহত হন। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘন্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারে আগ মুহুর্তে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আরো তিন গ্রামের মানুষ সংঘর্ষে যুক্ত হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে। সংঘর্ষে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুই সংগঠনের দায়িত্বশীলরা জানান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..