রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে দুই সপ্তাহের জন্য পযটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।এছাড়া, সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আজ থেকে দুই সপ্তাহের জন্য জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বধ্যভূমি ৭১, মাধবকুন্ড, হামহাম জলপ্রপাতসহ দর্শনীয় ও পযটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণরোধে সন্ধ্যা ৭টার পর হাটবাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং প্রতিটি হোটেল-রিসোর্টে ৫০ ভাগ বুকিং বাতিল করার নির্দেশ দেয়া হয়। গতকাল সন্ধ্যায় এই নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে শীর্ষ তালিকায় রয়েছে মৌলভীবাজার।