রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
বিশ্বজিৎ কর : মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের বাগেরঘর এলাকায় ছেলে ও মেয়ের হাতে খুন হয়েছেন বাবা। শনিবার (০৫ এপ্রিল) রাতে ছেলে মুন্না ও তার বোন জান্নাতুল ফেরদৌসি মুন্নি মিলে বাবা মুসলিম মিয়াকে হত্যা করে। এদিকে, ঘটনার পর জান্নাতুল ফেরদৌসি মুন্নিকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মুসলিম মিয়া ওই গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে।
প্রতিবেশীরা জানায়, সন্ধার পর তাদের মধ্যে কি নিয়ে জগড়া শুরু হয় । এক পর্যায়ে ছেলে ও মেয়ে মিলে মুসলিম মিয়াকে মেরে রক্তাক্ত করে । তারপর মুসলিম মিয়ার ছেলে ও মেয়ে তাকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাখে নি । তখন সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান জানান, ঠিক কী কারণে ছেলে ও মেয়ে তার পিতাকে খুন করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর জান্নাতুল ফেরদৌসি মুন্নিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।