মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ব্রেডের মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৯/০৩/২০২১ খ্রি: হলেও ২৮/০৩/২০২১ তারিখে ব্রেডটি খুলে খেতে গেলে দেখা যায়, ব্রেডটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছত্রাক পড়ে গেছে। এমনি অভিযোগ এনে মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর জনাব মো: সেলিম, সৈয়দ মুজতবা আলী সড়কে অবস্থিত বনফুল এন্ড কোং, মৌলভীবাজার শাখার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সময়েই মৌলভীবাজারে অবস্থিত বনফূল এন্ড কোং এর ম্যানেজারকে তলব করে এনে ব্রেডটি দেখানো হয় এবং তিনি দুঃখ প্রকাশ করে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন । উক্ত অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ ০১/০৪/২০২১ খ্রি: তারিখে অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে সিলেট থেকে আগত বনফুল এন্ড কোং এর কর্তৃপক্ষ তাদের ভূল স্বীকার করেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে বনফুল এন্ড কোং, মৌলভীবাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে খাদ্য দ্রব্য প্যাকেট করে বাজারজাত করতে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জরিমানার অর্থ বনফূল এন্ড কোং এর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী প্রফেসর জনাব মো: সেলিমকে জরিমানার ২৫%= ৫ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।