1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মসজিদের ভূমি নিয়ে বিরোধের জের: বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত ১০ মামলার ১৩ দিনেও গ্রেফতার হয়নি কোন আসামি

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মসজিদের ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ৩০ মার্চ হিনাইনগর বালিছড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেন প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর-২৫) করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১২ জনকে। তবে, থানায় মামলা দায়েরের ১৩ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি!

মামলার আসামিরা হলেন- হিনাইনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে বিলাল আহমদ (৩২) ও দুলাল আহমদ (২৮), ময়ন উদ্দিনের ছেলে জাকার আহমদ (২৭), মউর আলীর ছেলে রাজন আহমদ (২৬) ও সুজন হোসেন (২৩), মৃত মস্তফা উদ্দিনের ছেলে আব্দুল খালিক (৫২) এবং খুটাউরা (মুর্শিবাদকুরা) গ্রামের মজির উদ্দিনের ছেলে নাজির মিয়া (৩৫)।

জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের হিনাইনগর বালিছড়া জামে মসজিদের জন্য বর্তমান কমিটির সেক্রেটারি ছাব্বির হোসেনের পূর্ব পুরুষ (দাদা) কিছু ভূমি দান করেন। মসজিদে দান করা এ ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের আব্দুল খালিকের ছেলে বিলাল আহমদ গং-দের সাথে বিরোধ চলছিল। ভূমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতে মামলা চলছে। এদিকে মজসিদের ভূমি নিয়ে বিরোধের জেরে ২৮ মার্চ বিকেলে হিনাইনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে বিলাল আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেনের স্বজনদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেন, তার চাচাতো ভাই জয়নুল ইসলাম, চাচা সফিক উদ্দিন, ওয়াছির আলী, সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির ক্যাশিয়ার ফয়েজ আহমদ, মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন, চাচাতো ভাই নাহিদ আহমদ এবং ভাতিজা তাওহিদ আহমদসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মামলার বাদী হিনাইনগর বালিছড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী ছাব্বির হোসেন বলেন, আমাদের পূর্ব পুরুষ (দাদা) এই মসজিদে কিছু জমি দান করেছেন। কিন্তু প্রতিপক্ষের বিলাল আহমদ গং-রা দীর্ঘদিন ধরে মসজিদের এ জায়গা দখলের চেষ্টা করছেন। এজন্য তারা নানা অজুহাতে আমাদের সাথে ঝগড়া বিবাদ করে। তাদের অত্যাচারে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অতিষ্ঠ। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়েছে একাধিকবার। ভূমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এতে বিলাল আহমদ গং-রা আক্রোশান্নিত হয়ে আমি ও আমার স্বজনদের প্রাণে হত্যার উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রসহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে হামলা চালান। এতে আমাদের ১০ জন আত্মীয় স্বজন গুরুতর আহত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায় বিচার কামনা করছি।

মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক মো. তৌহিদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..