বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রেমনগর চা বাগানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ১৩ এপ্রিল রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেমনগর চা বাগানে চা শ্রমিক ও পঞ্ঝায়েতবৃন্দ এর আয়োজন অমল কর্মকারের সভাপত্বিতে বিক্ষোভ মিছিল টি নিয়ে চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চা ফ্যাক্টরির সামনে এক মানববন্ধনে মিলিত হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে চা শ্রমিকরা বলেন আমাদের চা বাগান নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার নিন্দা জানাই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলন করবো।