বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কম-এর সম্পাদক, মানবজমিনের সাবেক সহকারী সম্পাদক কবি ,সাহিত্যিক সৌমিত্র কুমার দেব টিটু আর নেই। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী ও তিন বোনসহ অনেক আপনজন রেখে গেছেন।
জানা গেছে- কুমার দেব টিটু এজমা- শ্বাসকষ্টে ভোগছিলেন। গতকাল মঙ্গলবার ১৫এপ্রিল সকােকুমার দেব টিটু ১০ঘটিকায় শারীরিক ভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৭০সালের ২৭শে জুলাই মৌলভীবাজার জেলা শহরে তাঁর জন্ম । তাঁর পিতা-মাতা যথাক্রমে সুশীতল দেব ও মায়া দেব।
‘৯০ এর দশক থেকে তিনি কবিতা ও সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। বেশ কয়েক বছর পূর্বে তিনি সাংবাদিকতার উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। কবি সৌমিত্র দেব কবি ও সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। পেশাগত জীবনে দৈনিক মানবজমিন এর সহকারী সম্পাদক দায়িত্ব পালন করেছেন। তার লেখা ও সম্পাদনায় ৪০টি বই প্রকাশনা করেছেন। ঢাকাস্থ জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন। তিন বোনের একমাত্র ভাই ছিলেন কুমার দেব টিটু।
সৌমিত্র দেব এর লাশ মঙ্গলবার বিকেলে নিজ বাড়ী মৌলভীবাজারে নিয়ে আসলে সন্ধা পর সৈয়ারপুরস্থ স্মশানঘাটে দাহ করা হয়।