1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেট করোনার ঝুঁকিতে: আক্রান্ত ১০০: ৫জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে।গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে ১০০জন শনাক্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৬জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেটের ৪জন ও হবিগঞ্জের ১জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯১জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৪৯জন। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।

সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৫জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭৯জন, হবিগঞ্জে ৬জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার হাজার ৪৯১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..