1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে ৭ এপিবিএন এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৬ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক): সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মে ২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১০টায় সিলেটের লালাবাজার ৭ এপিবিএন সদরদপ্তরস্থ ড্রিলশেডে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ এর সভাপতিত্বে রিজার্ভ অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ নুরুল হুদা এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন খাগড়াছড়ি ক‍্যাম্প থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোহাম্মাদ রোকনুজ্জামান, বিএন সদর থেকে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ আছাবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন খান রিজভী। এসময় সদরদপ্তর সিলেট, খাগড়াছড়ি ক‍্যাম্প এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প, সিলেট থেকে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ও অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভাপতি ফোর্সের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেন। কিছু কিছু বিষয় তাৎক্ষণিক সমাধান করেন এবং কিছু বিষয় সমাধান করার জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিক ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করাসহ বিভিন্ন বিষয়ে সকল অফিসার ও ফোর্সকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..