বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত পর্ন র্যা কেটটি চালাতেন। মৈনাক তার চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। পুলিশ এও জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা তাদের শুটিং চলতো। পরে ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’তে দেখানো হতো সেই পর্নগুলো। পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে তিনি অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন। তার ফেসবুক প্রোফাইল জুড়ে নানা ফোটোশ্যুটের ছবি। খোলামেলা পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন নন্দিতা। প্রত্যেকটি ছবিতেই লাইকের সংখ্যা দেখার মতো। ফেসবুকে নন্দিতার ফলোয়ারের সংখ্যা ২১ হাজারের কিছু বেশি। সম্প্রতি একটি তেলেগু ম্যাগাজিনের জন্য মডেলিং করেছেন তিনি। পর্ন র্যা কেট চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়ে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন নন্দিতা।