শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটে সোহাগ সাহিত্য গুষ্টি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো গবেষক ও কবি ড. সৈয়দ মাসুম সম্পাদিত বৃটেনে বাঙ্গালী কমিউনিটির উজ্জ্বল মুখ সাংবাদিক, কলামিষ্ট ও পরিবেশবাদী সংগঠক শেবুল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক “কিছু স্মৃতি কিছু কথা” গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটি কনফারেন্স হলরুমে সোহাগ সাহিত্য গুষ্টি সিলেট-এর উপদেষ্টা শিক্ষাবিদ সৈয়দ রেজাউল হক রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
শেবুল চৌধুরীর কর্মময় জীবন নিয়ে লেখক ও কবি রোটারিয়ান শফিকুর রহমান চৌধুরী’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও লেখক, নর্থইস্ট ইউনিভাসিটির পরীক্ষ নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, এড. কল্যাণ চৌধুরী, ড. মোস্তাক আহমদ দীন।
কবি ও সাংবাদিক জালাল জয় এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ডা. গিয়াস উদ্দিন আহমদ, চিন্তামনি পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল হাদি পাবেল, কবি এড. কামাল তৈয়ব, এড. আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক এহিয়া চৌধুরী, অধ্যাপক ও কবি সানুয়ারা আক্তার চিনু, কবি আয়েশা করিম মুন্নি, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি মিজানুর রহমান চৌধুরী, বেলাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাহিদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেতে তেলাওয়ত করেন কবি কামাল আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার ও ব্যাংকার শাহাদাৎ বখত শাহেদ।
বক্তারা বলেন, বৃটিশ বাঙ্গালী কমিউনিটির উজ্জ্বল মুখ পরিবেশবাদী সংগঠক শেবুল চৌধুরী এই পৃথিবীকে দেখেছেন মনের আলো দিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে তিনি বিলেতে পাড়ি দেন। অকৃত্রিম মমত্ববোধ সম্পন্ন মানুষ শেবুল চৌধুরী বিলেতে থেকেও মানুষের অধিকার আদায়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
বক্তারা আরো বলেন, শেবুল চৌধুরী পরবর্তী প্রজন্মনের জন্য যে উত্তরাধীকারী রেখে যাচ্ছেন তা তাঁর স্মৃতিতে অমর হয়ে রাখবে। শেবুল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক “কিছু স্মৃতি কিছু কথা” গ্রন্থটি যেকোনো মানুষের জীবনে পথ চলার অনুপ্রেরণা হবে, জীবন সংগ্রামে সাহস জোগাবে। শেবুল চৌধুরী দূরারোগ্য রোগে আক্রান্ত কঠিন সময় পাড় করছেন উল্লেখ করে তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য সমাজ ও মানুষের কল্যাণে সমগ্র কৃতকর্মগুলোকে কবুল করে মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা।
উল্লেখ্য, ২০২৫ এর একুশে বই মেলায় ঢাকার ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে গবেষক ও কবি ড. সৈয়দ মাসুম এর সম্পাদনায় বের হয়েছে বৃটেনে বাঙ্গালী কমিউনিটির উজ্জ্বল মুখ সাংবাদিক, কলামিষ্ট ও পরিবেশবাদী সংগঠক শেবুল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক “কিছু স্মৃতি কিছু কথা” গ্রন্থটি। বাংলা ভাষাভাষী খ্যাতিমান লেখক সহ গ্রন্থটিতে শেবুল চৌধুরীর আত্মীয়-স্বজনের বিভিন্ন স্মৃতিচারণমূলক লেখা স্থান পেয়েছে। ইতিমধ্যে বৃটেনের রাজা কর্তৃক কিংস এওয়ার্ডপ্রাপ্ত সংগঠন “অগ্রনী আর্ট কালচারাল সোসাইটি”র উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) বৃটেনের মধ্যভূমি শিল্পনগরী বার্মিংহামস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “কিছু স্মৃতি কিছু কথা” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস তথা গ্রেটার বার্মিংহামে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি লর্ড ল্যাপ্টেনেন্ট অব ওয়েস্ট মিডল্যান্ডস মি. ডেরিক এন্ডারসন সিবিই এবং লর্ড মেয়র অব বার্মিংহাম মি. ক্বিথ উড। বার্মিংহামের প্রবীণ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রথমআলো উত্তর আমেরিকা সংস্করনের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন এবং বিশেষ আলোচক ছিলেন বৃটেনের স্বনামধন্য গবেষক বাংলা একাডেমি প্রবাসী পুরুস্কারপ্রাপ্ত লেখক ফারুক আহমেদ।
গবেষক ও কবি ড. সৈয়দ মাসুম, নারী নেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব রাশিয়া খাতুন ও কমিউনিটি এক্টিভিস্ট টিভি উপস্থাপক নোমান আল মনসুর এর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বৃটেনে বাংলাভাষী অন্যতম প্রধান কবি নুরুজ্জামান মণি, নর্থ ইংল্যান্ডের প্রথম বাঙালি নারী ম্যাজিস্ট্যাট কবি ও কথা সাহিত্যিক আয়েশা আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মজিবুল হক মণি, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি কবি ও কথা সাহিত্যিক সাঈম চৌধুরী, কবি ও গবেষক তাবেদার রসূল বকুল, সাংবাদিক ও কলামিষ্ট ফারুক আহমেদ যোশী, দি সোসাইটি অব বাঙালি রাইটার্স ইউকের সমন্বয়ক গবেষক এ কে এম জিল্লুল হক, ম্যানচেস্টার সাহিত্য কেন্দ্রের অন্যতম কর্ণধার কবি ও ছড়াকার লিয়াকত খান, স্বচিন্তার নির্বাহী সম্পাদক ব্যাংকার ও কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সোহেল আহমেদ প্রমুখ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বৃটেন এবং বৃটেনের বাহির থেকেও অনেকেই অংশগ্রহণ করেন।
বৃটেনে কোন কমিউনিটি এক্টিভিস্টকে জীবিত অবস্থায় সম্মান প্রদর্শনের এটি একটি বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করে শেবুল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক “কিছু স্মৃতি কিছু কথা” গ্রন্থের সম্পাদক গবেষক ও কবি ড. সৈয়দ মাসুম বলেন, বইটিতে লেখকদের সুন্দর সুন্দর শব্দগুলোর কথামালা নি:সন্দেহে দূরারোগ্য রোগে আক্রান্ত কঠিন সময় পাড় করা শেবুল চৌধুরীর জীবনী শক্তির উৎস হয়ে থাকবে।