শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত (অগ্রসর) কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামির আলী।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সোলায়মান হোসেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মনসুর মিয়া, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হাই, সেক্রেটারী মাওঃ সাইফুর রহমান। শিক্ষা-শিবিরের শুরুতে পবিত্র দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা শুরা সদস্য ও কমলগঞ্জ পৌরসভা আমির হাফেজ মাওঃ তাজুল ইসলাম। এসময় কমলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।