1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে স্থানীয়দের উদ্যোগে মেরামত হচ্ছে অবহেলিত গ্রামীণ সড়ক

  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সম্মুখ থেকে পশ্চিম কান্দিগাঁও পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। মুসলিম মনিপুরী অধ্যুষিত এ এলাকার শত শত মানুষের চলাচলের একমাত্র পথ এটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়লে অবশেষে গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে মেরামতের কাজে নেমেছেন।

সড়কটিতে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে মাটি ফেলে গর্ত ভরাটের মাধ্যমে গত রোববার সকাল থেকে অর্ধশতাধিক স্থানীয় মুরব্বী ও যুবক স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করেন। স্থানীয় কৃষি জমি থেকে মাটি এনে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হয়। ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া সড়কে এখন হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের শুরুতে রাস্তাটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনে লিখিত আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সড়কে বরাদ্দ দেওয়া হয়, যা তাদের হতাশ করেছে। বাধ্য হয়ে নিজেরাই কোদাল হাতে রাস্তায় নেমেছেন।

আদমপুর এলাকার প্রবীণ বাসিন্দা কবি ও লেখক হাজী আব্দুস সামাদ বলেন, “এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে যায় কোমর পর্যন্ত। আমরা না দেখলে কে দেখবে?”
অন্য এক প্রবীণ মুরব্বী আব্দুল কাদির বলেন, “দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। আমরা দ্রুত টেকসই উন্নয়নের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, “রাস্তাটি পূর্বে কয়েকবার সংস্কার করা হয়েছিল, তবে বন্যায় বারবার তা নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।”   কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাস্তাটি টেকসইভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীকে আর কষ্ট করতে হবে না।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..