1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চীনের সঙ্গে অটুট অংশীদারত্বের বার্তা দিলেন লুলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বাণিজ্যিক সুরক্ষাবাদের মধ্যেও চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সহজ করতে এবং বাণিজ্য বাধা কমাতে প্রতিশ্রুতিবদ্ধ ব্রাজিল।

সোমবার (১২ মে) বেইজিংয়ে এক বাণিজ্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এমনটি বলেছেন চীন সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

লুলা বলেন, কৌশলগত অংশীদার হিসেবে ব্রাজিল ও চীন আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই দুই দেশ বিশ্বকে দেখাতে পারে— বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতাই সঠিক পথ।

ব্রাজিল ও চীনের মধ্যে সহযোগিতা অটুট রয়েছে। দুই দেশেরই একে অন্যকে প্রয়োজন, বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এর আগে গত শনিবার পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যান তিনি।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র যেসব শুল্ক আরোপ করেছে, সেগুলোর বিরোধিতা করে লুলা বলেন, উন্নয়নের জন্য সুরক্ষাবাদের চেয়ে বহুপক্ষীয় সহযোগিতাই বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাস বারবার দেখিয়েছে, বাণিজ্যিক সুরক্ষাবাদ দ্বন্দ্ব সৃষ্টি করে। আর বহুপক্ষীয়তা নিয়ে মুক্তবাণিজ্য ব্যবস্থা রক্ষা করা সম্ভব।

ব্রাজিলীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের এই সফরে তার সঙ্গে রয়েছেন কয়েকজন মন্ত্রী, গভর্নর, সংসদ সদস্য এবং দুই শতাধিক উদ্যোক্তা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..