বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার: জেলারমৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড,উত্তরা আবাসিক এলাকারমৃত মোঃ মকছুদ আলীএর ছেলে মোঃ ফয়ছল মিয়াকে গ্রেফতার করতে তার বাড়িতে গতকালশ্রীমঙ্গল থানার পুলিশ অভিযানকরে।শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই আগষ্ট-২০২৪ গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার সদর মডেল থানায় দায়েরী দুটি মামলার এফআইআর ভুক্ত আসামীমোঃ ফয়ছল মিয়া। তাই তাকে গ্রেফতার করতে শ্রীমঙ্গল থানা পুলিশ গতকাল তার বাড়িতে অভিযান করে। স্থানীয় সূত্রে জানা যায় মোঃ ফয়ছল মিয়াদীর্ঘদিন যাবত যুক্তরাজ্য রয়েছেন। তিনি গত জুলাই আগষ্ট-২০২৪ গণঅভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের বিপক্ষে ছাত্রলীগ, যুবলীগকে অর্থ প্রদান সহ সহযোগীতা করায় বিভিন্ন মামলায় তাকে আসামী করা হয়।