1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দুবাই থেকে সিলেটে ফিরছেন নাসুম

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের মিশন শেষ হচ্ছে দ্রুতই। ভিসা জটিলতায় আটকে পড়া রিশাদ হোসেন ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দেওয়ায় দেশে ফিরছেন নাসুম।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ভিসা জটিলতার কারণে আমরা জরুরি ভিত্তিতে নাসুমকে পাঠিয়েছিলাম। এখন রিশাদ ও নাহিদ দুজনই দলের সঙ্গে আছে, তাই আর নাসুমকে প্রয়োজন নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ”

তিন দিন বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ-নাহিদ

সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ভিসা ইস্যুতে দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে থাকতে হয় তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ডানহাতি পেসার নাহিদ রানাকে। তখন জরুরি সমাধান হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শুক্রবার বিকেলে দুবাই পাঠানো হয়।

ভিসা সমস্যার সমাধান হওয়ায় দুজনেই এখন দলের প্রস্তুতিতে ফিরেছেন, ফলে নাসুমের আর সেখানে থাকার প্রয়োজন নেই।

সিলেটে ফিরছেন নাসুম

দুবাই যাওয়ার আগে নাসুম ছিলেন সিলেটে, বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। রোববারই নাসুমের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..