1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গ্রেপ্তারের ভয়ে ভ্যাটিকান সফরও বাতিল করলেন নেতানিয়াহু

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫০ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক :: আজ রোববার (১৮ মে) ভ্যাটিকান সিটিতে নতুন পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে গ্রেপ্তারের ভয়ে তিনি সেই অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত বাতিল করেছেন।
খবর তেহরান নিউজের

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে এই সফর বাতিল করেছেন নেতানিয়াহু। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আদালত কর্তৃক নিশ্চিত না করা হলেও ধারণা করা হচ্ছে, এটি গাজা এবং ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ইসরায়েলি দখলদার দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে সম্পর্কিত।

গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কি না তা নিশ্চিত হতে যোগাযোগ করেছিলেন তারা। তবে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি; যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চলতি মে মাসে নেতানিয়াহু তার আজারবাইজান সফরও বাতিল করেন। তুরস্ক তাদের আকাশসীমায় তাকে বহনকারী উড়োজাহাজ উড়তে বাধা দেওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..