1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

লম্বা সময় পর মাঠে ফিরছেন সাকিব

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বোলিং অ্যাকশনে ক্রটি থাকায় লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব। তবে পরীক্ষা দিয়ে পাশ করে নতুন অ্যাকশনে ফিরছেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মাঠে ফিরতে পারেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন তিনি। এর আগে অনুশীলনে ঘাম ঝরান এই অলরাউন্ডার। লাহোর কালান্দার্সের ভিডিওতে দেখা যায় তার প্রস্তুতির কিছু দৃশ্য। লম্বা সময় পর মাঠে ফিরে তার চেহারায় ফুটে উঠেছে উচ্ছ্বাস। যদিও ওজন বেড়েছে কিছুটা। তবে অনুশীলনে দেখা গেছে তাকে ফুটবল খেলতে, করেছেন ফিল্ডিং, বল হাতে ঘাম ঝরিয়েছেন বোলিং সেশনেও। এরপর ব্যাট হাতেও কাটিয়েছেন কিছু সময়।

ভিডিওতে সাকিব বরেন, ‘কয়েক ওভার বল করলাম, ছন্দে ফেরাটাই মূল লক্ষ্য ছিল। মনে হচ্ছে, যা চেয়েছিলাম তা করতে পেরেছি। অনেকদিন পর ম্যাচ খেলতে যাচ্ছি, কিছুটা মরচে তো থাকেই। কিন্তু এখন নিজেকে তৈরি মনে হচ্ছে। ’

সবশেষ ২০২৩ সালের নভেম্বরে টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে নিষেধাজ্ঞা পান তিনি। পরে কয়েক দফায় হয় পরীক্ষা। লম্বা সময় পর ফিরলেন অবশেষে। অনুশীলনের পর জানালেন, প্রস্তুতির এই একমাত্র সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন পুরোদমে।

তিনি বলেন, ‘এই ট্রেনিং সেশন থেকেই যতটা সম্ভব সেরাটা আদায় করে নিতে চেয়েছি। দিনটা খুব ভালো গেছে। ঘুম, রিকভারি, অনুশীলন—সব মিলিয়ে আত্মবিশ্বাস পাচ্ছি। ’

সাকিব এবার পিএসএলের মূল ড্রাফটে দল না পেলেও টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর পুনরায় শুরুর সময় পেশোয়ারের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে করাচি কিংস ও পেশোয়ারের হয়ে খেলেছিলেন, তবে সেসব মৌসুমে সেভাবে ছাপ ফেলতে পারেননি।

আট বছর পর এই টুর্নামেন্টে ফিরছেন সাকিব। পিএসএল তার জন্য নতুন কিছু নয়, কিন্তু দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা তার জন্য বিশেষ এক উপলক্ষ হয়ে থাকছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..