1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিজ রাইফেলের গুলিতেই ওই সেনা নিহত হয়েছেন।
রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে একটি সেনা চৌকিতে এই দুর্ঘটনাটি ঘটে। নিজের সার্ভিস রাইফেল থেকে নিজের ওপর গুলি ছুড়ে ওই সৈন্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার এই চরম পদক্ষেপ নেওয়ার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ওই সৈন্যের বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন।

প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে দীর্ঘ সময় ধরে কঠোর দায়িত্বের চাপ সইতে না পেরে অনেক সেনা মানসিক অবসাদে ভোগেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..