1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ।
হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কার রয়েছে। কারণ, ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছুতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় আরও ৬৭ জন নিহত হয়েছেন। নিহতের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৬০ জন। এ নিয়ে গাজায় গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ৩৩৯ জনে পৌঁছেছে। সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই প্রায় ৩২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ হাজার ৯৯৩ জনেরও বেশি মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..