1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা জবাবে এবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ব্যক্তিকে বহিষ্কার করল পাকিস্তান।
তার বিরুদ্ধে ‘পাকিস্তানে তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি কার্যক্রর্মে’ যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি।
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের মতে, এই সিদ্ধান্ত জানাতে ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছিল।
এছাড়া ভারতীয় হাইকমিশনের কোনও কূটনীতিক বা কর্মী যেন কোনোভাবেই তাদের বিশেষাধিকার এবং মর্যাদার অপব্যবহার না করেন সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এর আগে, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারত সরকার আবারও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, বহিষ্কার হওয়া পাকিস্তানি কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি, বিশেষ করে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী অগ্রহণযোগ্য।
যদিও সরকারিভাবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্রমতে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
পাল্টাপাল্টি এই বহিষ্কারের ঘটনা এমন সময়ে ঘটলো ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। এর আগে, আট দিন আগে একই ধরনের অভিযোগে পাকিস্তানের আরেকজন কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল।
দুটি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..