1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের সামনে,
স্থানীয় সময় বুধবার রাত প্রায় ৯টার দিকে।
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পামেলা এ. স্মিথ জানিয়েছেন, হামলাকারী ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ, যিনি শিকাগোর বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকেই তাকে আটক করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার আগে রদ্রিগেজ জাদুঘরের বাইরে বারবার হেঁটে বেড়াচ্ছিলেন। হঠাৎ করেই তিনি চারজনের একটি দলের কাছে যান এবং আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান, যেখানে দুইজন নিহত হন।
পুলিশ প্রধান জানান, গ্রেপ্তারের পর রদ্রিগেজ চিৎকার করে বলছিলেন, “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”।
নিহত দু’জন সম্পর্কে ছিল এক প্রেমিক জুটি, যাদের বিয়ের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইচিয়েল লেইটার।
ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এই হামলার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে একটি ইভেন্ট চলছিল, যেটির আয়োজক ছিল আমেরিকান জুইশ কমিটি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এই অপ্রত্যাশিত ও মর্মান্তিক হামলার ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই ঘটনাকে “একটি জঘন্য ও ঘৃণ্য সেমিট-বিরোধী সন্ত্রাসী হামলা” হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিশ্বব্যাপী তাদের নাগরিক ও কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..