1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পরিমাপের সাথে সুবিচার ও সুশাসনের সরাসরি সম্পর্ক রয়েছে- বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫১ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক): পরিমাপ সকল জাতিগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে সংশ্লিষ্ট, পরিমাপের বাইরে কিছুই নেই। রাষ্ট্রব্যবস্থায় পরিমাপের জন্য রেগুলেটরি অথোরিটির প্রয়োজন হয় যেন পরিমাপের মাধ্যমে সবাই সুবিচারপ্রাপ্ত হয়। প্রকৃতপক্ষে, পরিমাপের সাথে সুবিচার ও সুশাসনের সরাসরি সম্পর্ক রয়েছে। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন।
বুধবার (২১ মে) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মাজাহারুল হক।
সর্বকালেই পরিমাপ সকলের জন্য প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় টেকসই বিশ্ব বিনির্মাণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিমাপের সঠিকতা বাস্তবায়নের উপর তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ।
এছাড়া সভায় বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সঠিক পরিমাপ নিশ্চিত করে ব্যবসায় সততা বজায় রাখতে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপর গুরুত্বারোপ করে খান মো. রেজা-উন-নবী বলেন, শোষন্মুক্ত বাংলাদেশ গড়তে ব্যবসায় স্বচ্ছতা বজায় রেখে প্রতারক চক্রকে ভেঙে দিতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে মানসম্মত ও আদর্শ পদ্ধতিতে মানুষকে সেবা দিতে হবে। পরিশেষে বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে সকলকে অবদান রাখার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বিএসটিআই এর প্রশংসা করার পাশাপাশি সততার সাথে নিবিঘ্নে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..