বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বৈষম্য বিরোধী মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোটভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দ মোস্তাক আলীকে গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।