মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সাতাইহাল গ্রামে একের পর এক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন লন্ডন প্রবাসী ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানের পরিবার। এসব ঘটনার ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রথম হামলার ঘটনা ঘটে গত ৮ আগস্ট। স্থানীয় সূত্র জানায়, ওইদিন জামাত-বিএনপি সমর্থিত একদল সশস্ত্র দুর্বৃত্ত হাফিজুর রহমানের পৈত্রিক বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, চলতি বছরের ১৬ মে শুক্রবার আবারও সন্ধ্যার দিকে – দিকে দ্বিতীয় দফা হামলা হয়। এবার হামলা চালায় বিএনপি, জামাত ও এনসিপি-সমর্থিত একটি গ্রুপ। তারা বাড়ির কেয়ারটেকারকে হুমকি দিয়ে জানায়, “হাফিজুর দেশে ফিরলে তাকে মেরে ‘জয়বাংলা’ করে দেওয়া হবে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তিনি লন্ডন থেকে সরকারের সমালোচনায় জনমত তৈরি করছেন। এ ঘটনাগুলোর পর হাফিজুর রহমানের পরিবারসহ পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, তাঁরা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন। এলাকার সাধারণ মানুষও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে যদি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় না আনা হয়।
যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এ ধরনের ধারাবাহিক রাজনৈতিক সহিংসতা দেশে গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।