1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য থাকতে পারে না: পারমাণবিক প্রস্তাব নিয়ে খামেনি

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ইরানের পরমাণু সমৃদ্ধকরণ রোধে মার্কিন পারমাণবিক প্রস্তাবের নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন খামেনি, ‘ইরানের (পরমাণু) সমৃদ্ধকরণ করা উচিত কিনা তা নিয়ে আপনি কেন হস্তক্ষেপ করছেন? আপনার (যুক্তরাষ্ট্রের) কোনো বক্তব্য থাকতে পারে না। ’
বুধবার (৪ জুন) ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে দেওয়া ভাষণে এসব কথা বলেন আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পারমাণবিক চুক্তির জন্য মার্কিন প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থি। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
খামেনি থেকে এমন প্রতিশ্রুতি এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইরান সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তির বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ বা নিম্নস্তরের সমৃদ্ধকরণ দাবি করেছে ওয়াশিংটন।
এ বিষয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, মার্কিন পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতা, বিশ্বাস এবং ‘আমরা পারি’ নীতির সঙ্গে সাংঘর্ষিক। মার্কিন প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের ১০০ শতাংশ বিরুদ্ধে। তেহরান তার সিদ্ধান্তের জন্য ওয়াশিংটনের অনুমোদন চাইবে না। কিছু লোক মনে করেন যে, যৌক্তিকতা মানে আমেরিকার কাছে মাথা নত করা এবং নিপীড়ক শক্তির কাছে আত্মসমর্পণ করা; কিন্তু এটি যুক্তিসংগত বিষয় নয়। ’

খামেনি বলেন, ইরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা মানে আমেরিকা এবং আমেরিকার মতো দেশগুলির কাছ থেকে সবুজ সংকেতের জন্য অপেক্ষা না করা। তিনি আরও বলেন, মার্কিন প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের ‘শতভাগ বিরুদ্ধে’।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..